নর মাদি কবুতর চিনবেন কিভাবে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবো। আপনার যদি কবুতর সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা না থাকে তবে নর মাদি চেনা দুঃসাধ্য ব্যাপার । তাই কিছু লক্ষণ এখানে দিয়ে দিলাম যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটা নর কোনটা মাদি

How did the Pink Pigeon bounce back from just nine birds? | BirdLife

বয়স ০ থেকে ২ সপ্তাহঃ
আপনি যদি কবুতরের পায়ুপথের দিকে লক্ষ করেন এই বয়সের কবুতরের নর মাদি চিনতে পারবেন। কবুতরের পায়ুপথের দিকে লক্ষ করুন, যদি দেখতে পান তা গোলাকার বা চিত্র ০১ এর মত তবে আপনি নিশ্চিত থাকুন এটি মাদি কবুতর। আর যদি দেখতে পান তা চ্যাপ্টা আকৃতির বা চিত্র ০২ এর মত তবে আপনি নিশ্চিত থাকুন এটি নর কবুতর।
SEC35 | Sad Emoji Clipart Big Pictures | HD 4570book.info
 চিত্র ০১
Sad Emoji PNG & Download Transparent Sad Emoji PNG Images for Free ...
চিত্র ০২
                                               

বয়স ২ থেকে ৪ সপ্তাহঃ
এই বয়সের কবুতর কে চেনার জন্য একটি ট্রিক্স ফলো করতে হবে। আপনি একটা কবুতর নিন এবং এর ঠোট দুই আঙ্গুল দিয়ে ধরে মাটির সাথে টেনে ঠেকিয়ে রাখার চেষ্টা করুন। যদি কবুতর টির লেজ নিচু করে রাখে তবে জেনে নিন এটি মাদি কবুতর। আর যদি লেজ টি আকাশের দিকে উচু থাকে বা সোজা থাকে তবে জেনে রাখুন এটি নর কবুতর।

 প্রাপ্ত বয়সের কবুতরঃ
প্রপ্ত বয়সের কবুতর চেনা একটু কঠিন। কিছু বিষয় মাথাই রেখে ভাল করে দেখে নর মাদি কবুতরের পার্থক্য করতে হবে। বিষয় গুলো হলঃ

Yellow Saddle Frillback | Most Beautiful Frillback Pigeon | Fancy ...

  •  নর কবুতর সাইজে বড় হয় এবং তার মাথা চ্যাপ্টাকৃতি হয় আর মাদী কবুতর নর কবুতরের চেয়ে সাইজে ছোট হয় এবং মাথা ছোট ও লম্বাকৃতির হয়। 
  •  নর কবুতরের চোখ চ্যাপ্টাকৃতি আর মাদী কবুতরের চোখ বৃত্তাকার হয়ে থাকে । 
  •  নর কবুতরের গলা লম্বাটে এবং মাদী কবুতরের গলা তুলনামূলক খাট । 
  •  নর কবুতরের আঙ্গুল খসখসে হয়, আর মাদী কবুতরের পায়ের আঙ্গুল মসৃন হবে ও উজ্জ্বল হবে। 
  • অনেক সময় নর কবুতরের ঠোট মাদী কবুতরের চেয়ে একটু বড় হয়। 
  •  মাদী কবুতর নর কবুতরের চেয়ে তুলনামূলকভাবে বেশি পরিস্কার থাকে। 
  •  নর কবুতরের গলার স্বর মোটা হয় এবং জোরে জোরে ডাকে,ডাকার সময় নৃত্য করতে থাকে, অপরদিকে মাদি কবুতরের গলা স্বর চিকন হয় এবং আস্তে আস্তে ডাকে। 
  •  নর কবুতর আক্রমনাত্নক হয়ে থাকে, মাদি কবুতর শান্ত হয়। 


 কবুতর যদি অসুস্থ হয় তাহলেও নর মাদি চিনতে অসুবিধা হতে পারে, তাই আগে দেখতে হবে কবুতর সুস্থ কিনা। অনেক সময় ব্যতিক্রম হতে পারে যেমন মাদি কবুতর নর কবুতরের চেয়ে আক্রমণাত্মক হতে পারে । তাই সব কিছু বিবেচনা করেই নর মাদি কবুতর চিনতে হবে।

Post a Comment

Previous Post Next Post